সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ১৪৫ ধারা উপেক্ষা করে ঘর উত্তোলন

সুন্দরগঞ্জে ১৪৫ ধারা উপেক্ষা করে ঘর উত্তোলন

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম দুলাল মন্ডল পাড়া গ্রামে আদালতের জারি করা ১৪৫ ধারা উপো করে মুক্তিযোদ্ধার নালিশী জমিতে ঘর উত্তোলন করেছে প্রতিপক্ষরা।
জানা গেছে, পশ্চিম দুলাল গ্রামের মৃত একরাম আলী মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডল ও একই গ্রামের মৃত নবির উদ্দিন মন্ডলের ছেলে বাবুলগংদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও তা সম্ভব হয়ে ওঠেনি। পরে গত ১৫ ফেব্রæয়ারী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডল বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, গাইবান্ধায় মিস মামলা নং ১৭০/২০২৩ (সুন্দরগঞ্জ) দায়ের করেন। যাহার ধারা ১৪৫ ফৌ: কা: বি: এবং স্মারক নং- ৩৯৬(২)/২৩। বিজ্ঞ আদালতের নির্দেশে নালিশী জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা থাকলেও বাবুলগংরা তা উপো করে গত ২৪ ফেব্রæয়ারী ঘর উত্তোলন করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ঘর উত্তোলনকালে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মশিউর রহমান বলেন, ঘটনাকালে আমি গিয়েছিলাম এবং আইনি পরামর্শ দিয়ে এসেছি। এ নিয়ে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডল বলেন, আমি চাই প্রশাসন সঠিক তদন্ত করুক। প্রতিপরে হিংস্র মনোভাবে আমি শঙ্কিত। সঠিক বিচারের দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com