শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:২৬ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ থানা পুলিশ ও গাইবান্ধা ডিবি পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার ও রোববার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জহুরুল ইসলাম, আনজু আরা বেগম, আসাদুজ্জামান সরকার, আল আমিন মিয়া, জমের আলী, বাবুল হোসেন, শাহাজান আলী, দুলার মিয়া, শুককুর আলী, নুর আলম মীর, বিশা শেখ, রাশেদুল ইসলাম ও রিক্তা বেগম। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, আসামিদের বিরুদ্ধে পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।