রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:১৮ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে ২২৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছে ১৭ জন।
গতকাল বিকেলে এ তথ্য দেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার। বিদেশ ফেরত ও তাদের সংস্পর্শে আসা ২২৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। অপরদিকে হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন বা তার অধিক সময় ছিলেন এরকমের ১৭ জন মুক্ত। তবুও করোনা ভাইরাস থেকে রক্ষার্থে তাদের সচেতনতা ও সতর্কতামূলক নির্দেশনা মেনে চলতে হবে জানান ডাক্তার আশরাফুজ্জামান সরকার।