রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:০৫ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ থানা পুলিশ হিরোইনসহ স্কুল শিক্ষক সাজেদুর রহমানকে গ্রেপ্তার করেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বামনডাঙ্গা শিববাড়ি মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়। সাজেদুর বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের তোজাম্মেল হকের ছেলে এবং নলডাঙ্গা উমেষ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। জানা গেছে, উক্ত শিক্ষক দীর্ঘদিন তিনি হিরোইন সেবন করে আসছিলেন। শিক্ষক সাজেদুর রহমান তার স্বীকার উক্তিতে হিরোইন সেবনের বিষয়টি নিশ্চিত করেছে। এনিয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওসি তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।