শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:০৫ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবসে হাত ধোয়া প্রদর্শনী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন-উর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, উপ সহকারি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা বিশ্বাস, দিদারুল ইসলাম প্রমুখ।