শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় মোফাছেরুল ইসলাম মমিনুল (৪৮) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে গাইবান্ধা-সুন্দরগঞ্জ গ্রামীণ হাইওয়ে সড়কের সুন্দরগঞ্জ এবং গাইবান্ধা সদর উপজেলার সংযোগস্থল মাঠের হাট নামক স্থানে। স্থানীয়রা জানান মোটরসাইকেল যোগে মমিনুল ও তার বন্ধু জাহাঙ্গী আলম গাইবান্ধা জেলা শহরে মামলার হাজিরা দিতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌচ্ছা মাত্রই বিপরীত দিক থেকে আসা কাঁকড়া গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী মমিনুলের মৃত্যু হয় এবং চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। মমিনুল উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের সাবেক তহশীলদার আব্দুল আলিমের ছেলে এবং ধুবনি মহিলা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান বিষয়টি গাইবান্ধা সদর থানা দেখভাল করছে।