বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মহিলা নিহত

সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মহিলা নিহত

স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার গাইবান্ধা-সুন্দরগঞ্জ গ্রামীণ হাইওয়ে সড়কের বালার ছিড়া নামক স্থানে গত বুধবার সন্ধ্যায় সড়ক দূর্ঘটনায় রওশন আরা (৫৫) নামে এক মহিলা নিহত ও তার ছেলে আরমান মিয়া গুরুতর আহত হয়েছে। আরমান মিয়া আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছে। রওশন আরা শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মহসীন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান মোটরসাইকেল যোগে আরমান তার মাকে নিয়ে উপজেলা শহর হতে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে পৌচ্ছা মাত্রই বিপরীত দিক থেকে আসা কাঁকড়া গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী রওশন আরার মৃত্যু হয় এবং চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা আরমানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সে স্বামীর পেনশন তোলার জন্য ছেলেসহ উপজেলা শহরে গিয়েছিল।

 

 

 

 

 

 

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com