মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল মমিন (৪৩) নামের এক আনসার ব্যাটালিয়ন সদস্য নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাটের উত্তরে ইছলা ব্রীজ নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল মমিন মারা যায়। নিহত মমিন ওই ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের মৃত আবুল হাজীর ছেলে ও আনসার ব্যাটালিয়নের একজন সদস্য। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে নিহত আব্দুল মমিন বাড়ি থেকে ছেলে মেহেদী হাসানসহ মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী চৌধুরানী বাজারে যাবার পথে ইছলা ব্রীজ নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক হতে অপর একটি মোটরসাইকেলকে সাইড দিয়ে গিয়ে ঘোড়ার গাড়ি সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মস্তিস্কের রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান নজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।