মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত গরু ব্যবসায়ী আবেদ আলী (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের গাইবান্ধা- সুন্দরগঞ্জ সড়কের থেলথেলা বাজারের সড়ক দুর্ঘটনাটি ঘটে। আবেদ আলী উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মজিদ মিয়ার ছেলে। স্থানীয়দের নিকট থেকে জানা গেছে আবেদ আলী নছিমন গাড়িতে করে গরু নিয়ে গাইবান্ধা সদরের হাটলক্ষীপুরে যাচ্ছি। ঘটনাস্থলে গাড়িটি গর্তে পড়ে উল্টে গিয়ে আবেদ আলীসহ চালক আহত হয়। স্থানীয়রা আবেদ আলীসহ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। চালক সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।