সোমবার, ২৯ মে ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে রাস্তা পারাপারের সময় মুরগীবাহি পিকআপ ভ্যানের ধাক্কায় রাজেকা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার রাত আটটার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন কড়িতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বৃদ্ধা রাজেকা বেগম ওই গ্রামের আব্দুল হামিদ মিয়ার স্ত্রী। ইউপি চেয়ারম্যান নজমুল হুদা সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় ওই বৃদ্ধা প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে যেতে সড়ক পার হচ্ছিলেন। এ সময় হাসানগঞ্জের দিক থেকে বামনডাঙ্গা অভিমুখে ছুটে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ভ্যানটি আটক করেছে।