বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজানুর রহমান সুজা (৩৮) নামে এক জাপা নেতা মারা গেছে। সুজা উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরাণ গ্রামের আমির আলীর ছেলে এবং জাপার ২ নং ওয়ার্ডের সহ সভাপতি।
জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার মজুমদারহাট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে সুজাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।