বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় কৃষক আব্দুল কুদ্দুস মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামে। জানা গেছে, সুন্দরগঞ্জ – শোভাগঞ্জ সড়ক দিয়ে সাইকেল যোগে বাড়ি যাচ্ছিল আঃ কুদ্দুস। ঘটনাস্থলে বিপরীত দিকে থেকে আসা একটি মোটর সাইকেলকে সাইট দিতে গিয়ে টলির ধাক্কায় গুরতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। আঃ কুদ্দুস উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরান গ্রামের জিয়ানত ব্যাপারীর ছেলে। এ ঘটনায় স্থানীয়রা টলি চালক আতিকুর রহমানকে আটক করেছে। আতিকুর দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রাশের সুরুত হাল রিপোট তৈরি করেছে। এনিয়ে এখনও মামলা হয়নি।