সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন
সুন্দররগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী হোসনে আরা (২৫) কে অমানবিক নির্যাতনের অভিযোগে স্বামী শাহিন আলমকে গতকাল সোমবার ভোর রাতে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব ছাপড়হাটী (ব্যাপারীপাড়া) গ্রামের গোলাম আজমের মেয়ে হোসনে আরার সাথে ৭ বছর আগে একই গ্রামের খোরশেদ আলমের ছেলে শাহিন আলমের বিয়ে হয়। সংসার জীবনে তাদের এক সন্তান জন্ম নেয়। শাহিন দীর্ঘদিন থেকে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে পরকীয়া করে আসছিল। এই পরকীয়ার বাধা দেয়ায় গৃহবধূ হোসনে আরাকে অমানবিক নির্যাতন করে শাহিন আলম ও শাশুড়ী মোর্শেদা বেগম। এছাড়া সে প্রতিনিয়তই এ ধরণের নির্যাতন করে মোটা অঙ্কের যৌতুক দাবী করছিল। বেশ কয়েকবার তার বাবার বাড়িতেও পাঠায়। কয়েকবার স্থানীয়ভাবে মিমাংশার পরও নির্যাতন সহ্য করে সংসার করে আসছিল হোসনে আরা। এব্যাপারে নির্যাতিতা গৃহবধূ হোসনে আরা নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) শামছুল হক শাহিন আলমকে গ্রেফতার করেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।