সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়া গ্রামে গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় স্ত্রীকে বেঁধে রেখে স্বামী উত্তম কুমার (৩২) কে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত উত্তম কুমার রাজমিস্ত্রীর কাজ করতো এবং ওই এলাকার নিবারণ দেবনাথের ছেলে।
এলাকাবাসি জানায়, সন্ধ্যার পর একদল দূর্বৃত্ত বাড়িতে ঢুকে উত্তম কুমারকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এসময় তাঁর স্ত্রী ললিতা রাণীর হাত ও মুখ বেঁধে রাখে দূর্বৃত্তরা। পরে বাঁধন খুলে তাঁর স্ত্রীর চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে উত্তমের গলাকাটা লাশ দেখতে পায়। পরে ললিতা রাণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে তা জানা যায়নি। এব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জানান, হত্যার কারণ এখনও জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।