সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জে আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার। ভূমিহীন ও গৃহহীনরা ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের গৃহ পাচ্ছেন ২’শ ৭২ পরিবার।
সুন্দরগঞ্জ পৌরসভাসহ বামনডাঙ্গা, সোনারায়, সর্বানন্দ, শান্তিরাম, রামজীবন, ধোপাডাঙ্গা, কঞ্চিবাড়ী, শ্রীপুর ইউনিয়নে এসব গৃহ নির্মাণের কাজ চলছে। গৃহ নির্মাণের কাজ বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল জানান, ২’শত ৭২টি গৃহ নির্মাণের জন্য বরাদ্দ ৪ কোটি ৭৬ লাখ টাকা। প্রতিটি গৃহের জন্য ব্যয় ১ লাখ ৭৫ হাজার টাকা। প্রতিটি গৃহে থাকবে ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর, রান্না ঘর, বাথরুম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ বলেন, প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে চলতি মাসের ১৬ জানুয়ারী ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে গৃহগুলো হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী সারাদেশে এক যোগে গৃহগুলোর উদ্বোধনের কথা রয়েছে।