বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন

সুন্দরগঞ্জে সাংবাদিক মিলন মেলা

সুন্দরগঞ্জে সাংবাদিক মিলন মেলা

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ অপসাংবাদিকতা রুখব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলায় সাংবাদিক মিলন মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়াম হলরুমে সাংবাদিক মিলন মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আরাফুল আলম সরকার, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আফরুজা বারী, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক হাবিবুর রহমান হবি প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ। এর আগে একটি র‌্যালি উপজেলা প্রেসক্লাব কার্যালয় হতে বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ শেষে অডিটরিয়ামে উপনীত হয়। বক্তাগণ বলেন, সাংবাদিকতা ও সংবাদপত্র সমাজের বাতিঘর এবং দর্পণ। তাই অপসাংবাদিকতা রুখতে হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com