সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ অপরাহ্ন

সুন্দরগঞ্জে সরকারি বই পাঁচারের মামলা দায়েরঃ গ্রেফতার ৩

সুন্দরগঞ্জে সরকারি বই পাঁচারের মামলা দায়েরঃ গ্রেফতার ৩

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ বিপুল পরিমাণ সরকারি বই পাঁচারের অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহায়ক মাজেদুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সকাল ১০টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম।
পুলিশ জানায়, সুন্দরগঞ্জ থেকে বিপুল পরিমাণ সরকারি বই ট্রাকে করে পাঁচারকালে ড্রাইভার এবং হেলপার শ্যামলকে আটক করে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। পরে আটককৃতদের দেওয়া তথ্য মতে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় সুন্দরগঞ্জ থানা পুলিশ। পরে রাতভর বইয়ের হিসাব মিলানোর সময় মাজেদুর বই পাচারের কথা স্বীকার করলে তাকে গ্রেফতার দেখানো হয়। এঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল বলেন, বই পাচারের অভিযোগ এনে মামলা করা হয়েছে। থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মামলা হয়েছে। সিরাজগঞ্জে গ্রেফতার দুইজনকেও সুন্দরগঞ্জ আনা হচ্ছে। মামলায় মোট ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com