শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় শিশু বলৎকার অভিযোগে বৃদ্ধ মজিবর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে গাইবান্ধা র্যাব-১৩। গতকাল বৃহস্পতিবার র্যাব অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। মজিবর শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের ইমান আলীর ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার সুরুত আলীর মোড় সংলগ্ন পাটক্ষেতে টাকার লোভ দেখিয়ে একই গ্রামের (আবু বক্কর মিয়ার ছেলে লিটন মিয়া (৫) এক শিশুকে বলৎকার করে। এনিয়ে ওই শিশুর বাবা আবু বক্কর মিয়া গত বুধবার দিবাগত রাতে থানায় নারী নির্যাতন আইনে মামলা করে। এছাড়া বিষয়টি গাইবান্ধা র্যাব-১৩কে অবহিত করা হয়। এরই প্রেক্ষিতে র্যাব তাকে গ্রেপ্তার করে। মজিবরকে গাইবান্ধা র্যাব ক্যাম্পে নেয়া হয়েছে।