বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা (কৃষি) পদে আবেদন করা এক আবেদন প্রার্থীর বিরুদ্ধে শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, মোঃ রেজাউল আলম সরকার, পিতা মোঃ আব্দুর রহমান ব্যাপারী ২০০৭ সনের ৩য় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ গ্রহন করেন। তিনি যে সনদ দাখিল করে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ গ্রহন করেন তার রোল নং ১১১৭০৬১০, রেজিঃ নং ৭০০৮৯৫৮, ৩য় শিক্ষক নিবন্ধন পরীক্ষা – ২০০৭ ইং।
এক অভিযোগের প্রেক্ষীতে তদন্তে উক্ত রোল ও রেজিঃ নং ধারী সনদ অর্জনকারী ব্যক্তির নাম মোঃ আবুল কালাম আজাদ, পিতা ধজর উদ্দীন চৌধুরী, মাতা মোছাঃ সামছুন নাহার, জেলাঃ নীলফামারী। তাহার সনদের প্রাপ্ত নম্বর আবশ্যিক ৪০, ঐচ্ছিক -৫২। এই ব্যক্তির সনদ জাল করে প্রতারক মোঃ রেজাউল আলম সরকার এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রতারনার মাধ্যমে অংশ গ্রহণ করেন।
সহকারী পরিচালক (প মূ প্র – ৩১) এনটিআরসিএ, ঢাকা কর্তৃক স্বাক্ষরিত এক বার্তায় গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারকে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করেছেন।