শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল ভরট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কম্পিউটার) জাহেদুল ইসলামকে গত ২১ মে গ্রেপ্তার করেছে গাইবান্ধার র্যব-১৩।
জানা গেছে, ২০২১ সালে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে গাইবান্ধার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। গাইবান্ধা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশন (পিবিআই) মামলাটি তদন্ত শেষে গত বছরের ১ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন কাগজ পত্রাদির জাল-জালিয়াতির ও প্রতারণার সত্যতা পাওয়া যায়। আদালত তার বিরুদ্ধে চলতি বছরের ২৬ এপ্রিল গ্রেপ্তারী পরোয়ানা জারি করলে গাইবান্ধা র্যাব তাকে ২১ মে গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানায় সোপর্দ্দ করেন। ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, পরদিন তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।