সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটিতে জাহাঙ্গীর খাঁনের খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায় গত ১ নভেম্বর গভীর রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি গ্রামের সৈয়দ আলী খাঁনের পুত্র জাহাঙ্গীর খাঁনের খড়ের পালায় কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। এতে খড়ের পালাটি পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার খড় পুড়ে ছাই হয়ে যায়।