সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ আজ থেকে ৮বছর আগে ঢাকায় বিকসা চালাত আমিন মিয়া। রিকসা চালানো তার কাজে খুব বেশি ভাল লাগতো না। ছেলে মেয়রা স্কুল কলেজে লেখা পড়া, অনেকে হয়তো তার ছেলে মেয়েকে রিকসা চালকের ছেলে মেয়ে বলতে পারে। এই ভাবনা নিয়ে বাড়িতে এসে ১৮ শতক জমির মধ্যে বেড তৈরি করে নার্সারি দিয়ে বিভিন্ন প্রকার গাছের চারা রোপন শুরু করে। নার্সারির কাজে তার স্ত্রী ফাতেমা বেগম বেশ সময় দেয়। স্বামী ও স্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে সুন্দরগঞ্জ উপজেলা শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের আমিন মিয়া এখন একজন সফল নার্সারি মালিকে পরিনত হয়েছে। বর্তমানে তিনি ৩০ শতক জমিতে বিভিন্ন গাছের চারা রোপন করে তা বাজারে বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠেছে। আমিন নার্সারি থেকে আয় করে তার দুই ছেলেকে আনার্স পড়াচ্ছে। তার সংসার এখন অনেকটা স্বচ্ছল। তার নার্সারি দেখে ওই গ্রামে অনেকা নার্সারি করতে আগ্রহী হয়ে উঠছে। আমিন মিয়া জানান নার্সারি থেকে প্রতি বছর তার আয় হয় ৬০ হতে ৭০ হাজার টাকা। তিনি বলেন নার্সারি পরিচর্যার কাজে তার স্ত্রী ও ছেলে মেয়েরা সময় দিয়ে থাকেন। তাছাড়া নিজে বাজারজাত করে থাকেন। সে কারনে তার আয় বেশি হয়। তিনি মনে করেন নার্সারি ব্যবসায় কোন ঝামেলা নাই। এটি একটি বৈধ ব্যবসা। তার দাবি সরকারি ভাবে ক্ষুদ্র লোন পেলে তিনি আরও নার্সারি পরিসর বাড়াতে পারবেন।