সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী আদর্শ বাজার থেকে বরুয়ারহাট পর্যন্ত পাকা রাস্তাটি দীর্ঘ দিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় সংস্কারের জন্য সরকারীভাবে প্রায় ২৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয় । গাইবান্ধা এলজিইডি’র নির্বাহী প্রকৌলশীর দপ্তর দরপত্র আহবান করলে মেসার্স রাম এন্টারপ্রাইজ ১৭ মিটার রাস্তা সংস্কারের কার্যাদেশ পায়। ঠিকাদারী প্রতিষ্ঠানটি সংস্কার কাজ শুরু করেই নিম্নমানের ইটের খোঁয়া ব্যবহার করতে থাকলে স্থানীয় জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং তারা সংস্কার কাজের তত্ত্বাবধায়ক উপজেলা প্রকৌশলীর নিকট মৌখিক ভাবে অভিযোগ করেন । এনিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বিজয় কুমারের সাথে কথা হলে তিনি জানান সংস্কার কাজটি সিডিউল অনুসরন করে করা হচ্ছে । এব্যাপারে উপজেলা প্রকৌশলী আবুল মনছুর জানান, রাস্তাটি সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে বলে প্রতীয়মান হওয়ায় কাজটি বন্ধ করে দেয়া হয়েছে ।