শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে রাজনীতির মাঠ ফাঁকা এমপি প্রার্থীরা এখন ঢাকায়

সুন্দরগঞ্জে রাজনীতির মাঠ ফাঁকা এমপি প্রার্থীরা এখন ঢাকায়

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরা এখন ঢাকায় অবস্থান করছেন। সে কারণে উপজেলায় এখন কোন রাজনৈতিক দলের নেতাদের দেখা যাচ্ছে না। ঘোষিত তফলিশ মোতাবেক ৭ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক দলীয় মনোনয়ন কিনতে এবং সাক্ষাৎকার দিতে ঢাকায় অবস্থান করছেন তারা। বিভিন্ন তথ্যের ভিত্তিত্বে জানা গেছে, ইতিমধ্যে বর্তমান জাতীয় পাটির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা রাবী, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, প্রচার সম্পাদক আখারুজ্জামান আকন্দ শাকিল, এমদাদুল হক নাদিম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনে উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোট সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। তুলনামুলকভাবে নারী ভোটারের সংখ্যা বেশি।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com