শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার যতœ প্রকল্পের ভাতার স্মার্ট কার্ড সংশোধন করে দেয়ার কথা বলে সুবিধাভোগীদের নিকট থেকে প্রতারণামুলক ভাবে টাকা হাতিয়ে নেয়ার অপরাধে সুসিনীল এনজিও সংস্থার সাবেক এক কর্মীকে গত মঙ্গলবার সন্ধ্যায় আটক করে পুলিশের নিকট সোর্পদ করেছে এলাকাবাসি। এনিয়ে থানায় মামলা হলে পুলিশ আটককৃত নুরুন্নবী মিয়াকে জেল হাজতে পাঠিয়েছে। নুরুন্নবী পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার মহিষবান্ধি গ্রামের দুদু মিয়ার ছেলে। জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার কিছু সংখ্যক যতœ প্রকল্পের সুবিধাভোগী আঙ্গুলের ছাপের জটিলতার কারণে টাকা উত্তোলন করতে পারেনি। এই সুযোগকে কাজে লাগিয়ে গত মঙ্গলবার উপজেলার শ্রীপুর ইউনিয়নে কয়েকজন সুবিধাভোগীর নিকট থেকে যতœ প্রকল্পের সাথে চুক্তিবদ্ধ এনজিও সংস্থা সুসিনীলের সাবেক মাঠকর্মী রংপুর জেলার কাউনিয়া উপজেলার গুপিডাঙ্গা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেনসহ তার সহযোগী নুরুন্নবী মিয়া প্রতারণামুলকভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এলাকাবাসির নিকট বিষয়টি সন্দেহ হলে নুরুন্নবীকে আটক করে। এ সময় মনোয়ার পালিয়ে যায়। এনিয়ে গতকাল বুধবার সেপ্টিনেস-প্রোগ্রাম- সুপারভাইজার সৈয়দ আল সামস্ বাদী হয়ে থানায় মামল করে। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, গত এপ্রিল মাস থেকে সুসিনীল এনজিও সংস্থার সাথে প্রকল্পের চুক্তি শেষ হয়েছে। সে কারনে সুসিনীলের কোন কর্মী সুবিধাভোগীদের স্মার্ট কার্ড সংশোধণ করতে পারে না। প্রকল্পের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।