সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্তসহ দুই আসামিকে গ্রেফতার করেছে। থানা সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। আসামিরা হলেন মাদক মামলায় এক বছর এক মাস সাজাপ্রাপ্ত আসামি মাইদুল ইসলাম ও গ্রেফতারী পরোয়ানার আসামি আমিনুল ইসলাম। মাইদুল ইসলাম সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড কলেজ পাড়ার আশরাফ আলীর ছেলে এবং আমিনুল ইসলাম উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।