শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজারে মদ পান করে মাতালামি করার সময় মাদকসেবী আশরাফুল হককে আটক করে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রামম্যান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মজুমদার বাজারে অভিযান চালিয়ে ৩০ লিটার মদসহ মাতাল অবস্থায় আশফুলকে আটক করে । আশরাফুল খামার পাঁচগাছি গ্রামের নুরুজ্জামান সরকারের ছেলে। পরে ভ্রামম্যান আদালতের বিচারক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশরাফুলকে সাথে নিয়ে বাজার সংলগ্ন হরিজন লালবাবুর বাড়িতে অভিযান চালিয়ে মদ তৈরি উপকরণ জব্দ করে। এ সময় বিচারক তাকে ১৫ দিনের জেল দেন এবং উপকরণ সমুহ ধংস করেন।