শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার ঘাঘট নদীতে অভিনব উপায়ে উপকরণ ছাড়াই হাত দিয়ে মাছ ধরার বৈইত উৎসব করেছে এলাকাবাসি। প্রচন্ড তাপদহের কারনে বিভিন্ন স্তরের মাছ গভীর পানি থেকে উপরে উঠে আসে। সেই মাছ ধরার জন্য স্থানীয় অবালবৃদ্ধবনিতা জোট বেধে মাছ ধরতে মেতে উঠে। গতকাল শুক্রবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ের উপর দিয়ে প্রবাহিত ঘাঘট নদীতে মাছ ধরার বৈইত উৎসব জানান দিল গ্রাম বাংলার ঐতিহ্য আজও বিলুপ্ত হয়নি। দেখা গেছে, পাতিলের গলায় দড়ি লাগিয়ে কোমরে বেধে নদীর পানিতে ডুবে এবং মাথা ভাসিয়ে মাছ ধরছে। অনেক কিশোরীকেও মাছ ধরতে দেখা গেছে। কথা হয় মাছ ধরতে আসা ৫ম শ্রেনির ছাত্র নিরবের সাথে। তিনি বলেন মাছ ধরার মজাই আলাদা। প্রতিবেশি দাদার সাথে মাছ ধরতে এসেছি। মাছ ধরতে এসে দারুন আনন্দ পেয়েছি। দেশীয় পুটি, টেংরা, কই, গছি, বালিয়া, খাগলে, টাঁকি, মলা, ঢেলাসহ বিভিন্ন প্রজাতের মাছ ধরেছে অনেকে। ইউপি চেয়ারম্যান নজমুল হুদা জানান প্রতিবছর এ সময় বৈইত উৎসব পালিত হয়।