সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফেরদৌস মিয়া (১৬) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মধ্য বেলকা গ্রামের দুলা মিয়ার ছেলে ফেরদৌস মিয়া বৃষ্টিতে ভিজে তার বাড়ির নিকটস্থ জলাশয়ে জাল দিয়ে মাছ ধরতে ছিল। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ফেরদৌস এবছর এস.এস.সি পাশ করে কলেজে ভর্তি হওয়ার অপেক্ষায় ছিল। বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।