সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন

সুন্দরগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সুন্দরগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাইদুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেংমাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সাইদুল ইসলাম ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সাইদুল ইসলাম সকালে প্রতিবেশী জনৈক লেবু মিয়ার পুকুরে মুঠজাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় সাইদুল ইসলাম পুকুরের পানিতে ডুবে যায়। মাছ ধরতে গিয়ে সাইদুল ইসলাম বাড়িতে ফিরতে বিলম্ব হওয়ায় পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে ওই পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মৃত্যু অবস্থায় তাকে উদ্ধার করেন।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজহারুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে সাইদুল ইসলাম নামে এক যৃবকের মৃত্যু হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com