সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৪৩ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে ফলগাছা মাদরাসাপাড়া জামে মসজিদের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে স্থানীয় ফলগাছা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মসজিদ কমিটির সভাপতি আবু জাফর শামসুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপার অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ও ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ ) আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আরো বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল হক রেজা,ফলগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মানিক,সমাজ সেবক একরামুল হক বাবলু প্রমূখ। পরে বিশেষ দোয়া শেষে এমপি শামীম মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।