মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গত এক সপ্তাহ ধরে সুন্দরগঞ্জ উপজেলার বিসিআইসি অনুমোদিত ১৬টি রাসায়নিক সারের ডিলারের দোকানে কৃষকের উফছে পরা ভীড় লক্ষ করা গেছে। খুচরা বিক্রেতার নিকট সার বিক্রি বন্ধ এবং প্রয়োজনের তুলনায় কৃষক যাতে করে বেশি সার ক্রয় করতে না পারে সে জন্য উপজেলায় মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ডিলারের দোকানে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণের উপস্থিতিতে সার বিক্রি নিশ্চিত করা হয়েছে।
গত রোববার বিকালে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ উপজেলার ধোপাডাঙ্গা, শান্তিরাম ও শ্রীপুর ইউনিয়নের বিসিআইসি রাসায়নিক সার ডিলার মনিটরিং ও সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয়ের পরামর্শ প্রদান করেছে।
এ সময় উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির ও এসএপিপিও সাদেক হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে কৃষকের দাবি চাহিদা মোতাবেক সার দিচ্ছে না ডিলার। অপরদিকে উপজেলা কৃষি অধিদপ্তর ও ডিলারদের দাবি সারের কোন ঘাটতি নেই। কৃষকরা প্রয়োজনের তুলনায় বেশি করে সার ক্রয় করে রাখার চেষ্টা করছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ১৬টি রাসায়নিক সারের ডিলারের দোকানে গত রোববার সকাল পর্যন্ত ইউরিয়া মজুদ রয়েছে ৯৭ মেট্রিক টন। এছাড়া টিএসপি ৫৯, এমওপি ৫ এবং ডিএফপি ২৮ মেট্রিকটন মজুদ রয়েছে। আগামী ১ সেপ্টেম্বর প্রতিটি ডিলার ৫০ মেট্রিক টন করে ইউরিয়া সারের বরাদ্দ পাবেন।