সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ আগামী ১৬ জানুয়ারী সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী, সাঘাটা নির্বাচন অফিসার আবু সাঈদ, পলাশবাড়ি নির্বাচন অফিসার শাহিনুর আলম প্রমুখ। প্রশিক্ষণে ৯ জন প্রিজাইডিং, ৪৪ জন সহকারি প্রিজাইডিং ও ৮৮ জন পুলিং অফিসার অংশ গ্রহন করেণ। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে পৌরসভায় মোট ভোট সংখ্য ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫০ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩২জন। মেয়র পদে মোঃ আব্দুল্লাহ আল মামুন (নৌকা), মোঃ আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙল), দেবাশীষ কুমার সাহা (মোবাইল ফোন), আবুল খায়ের মোঃ মশিউর রহমান সবুজ (ধানের শীষ), মোঃ খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ), মোঃ আল শাহাদৎ জামান (জগ), মোঃ গোলাম আহসান হাবীব মাসুদ (সিংহ) মার্কা নিয়ে নির্বাচন করছেন।