শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামে গত বুধবার রাতে ফারুকুল ইসলাম নামে একজন ভূয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ফারুকুল পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার দামুদর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। ভূয়া ডিবি সদস্যের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
সুন্দরগঞ্জ থানার এসআই সেলিম রেজা জানান, ভূয়া ডিবি সদস্য ঝিনিয়া গ্রামের বিভিন্ন মামলার আসামি এবং জুয়াড়িদের কাছে চাঁদা দাবি করে। বিষয়টি তাদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। তার বিরুদ্ধে একটি থানায় মামলা দায়ের হয়েছে।