বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার হারিপুর ইউনিয়নের চরমাদারী পাড়া গ্রামের তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গতকাল বৃহস্পতিবার সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী চরমাদারীপাড়া গ্রামের ভাঙন কবলিত বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখেন। পরে কারেন্ট বাজারে হরিপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ প্রমুখ।