মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ অপরাহ্ন

সুন্দরগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা

সুন্দরগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সতিরজান কালিরভিটা গ্রামের নবীর হোসেন (৭০) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ওসমান আলীর ছেলে। জানা গেছে, দীর্ঘদিন থেকে নবীর হোসেন নানাবিধ রোগব্যধিতে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করে আসছিল। গত মঙ্গলবার রাতে তার ছেলেদের সাথে চিকিৎসার ব্যয়ভার নিয়ে মতবিরোধ দেখা দেয়। অভিমান করে সে বুধবার ভোরে নিজ শয়ন ঘরের টুইয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com