শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর ৫ দিন থেকে অনশন । বিয়ে না হয় বিষ পানে আত্মহত্যার হুমকি।
জানা গেছে, উপজেলার বেলকা বাজারের পূর্ব পার্শ্বে পূর্ব বেলকা গ্রামের মোঃ হজরত আলীর মেয়ে কলেজ ছাত্রী হাসি আক্তার একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেবুর রহমান (সামু) এর মধ্যে দীর্ঘ দিন ধরে মনদেয়া নেয়ার এক পর্যায়ে গত শনিবার রাতে প্রেমিকা প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে । ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লার হস্তক্ষেপে অনশন ভাঙ্গলে ও আজ পযন্ত বিয়ের সুরহা হয়নি। হাসি আক্তার জানান বিয়ে না হলে বিষ পান করে হত্মহত্যা করবো । বিয়ে না হলে কিছুতেই পিতার বাড়িতে ফিরে যাবো না। ইউপি চেয়ারম্যান খলিলুল্লাহ জানান বিষয়টি সুষ্ঠ সমাধানের চেষ্টা করছি। উপজেলা নির্বাহী অফিসার আল মারুফের সাথে কথা হলে তিনি বলেন বিষটি সমাধানের জন্য চেয়ারম্যানকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।