সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বিল থেকে আবির হোসেন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের চাকলিয়ার বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আবির হোসেন ওই গ্রামের খয়বর হোসেনের ছেলে।
সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুর রহমান পানিতে পড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল থেকে খোঁজ ছিলো না আবিরের। অনেক খোঁজা খুঁজির পর রাতে ওই বিলে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।