সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব বৈদ্যনাথ গ্রামে গত শনিবার সন্ধ্যায় রুপালী বেগম (৩০) নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। রুপালী বেগম ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। পারিবারিকভাবে জানানো হয়েছে, রুপালী বেগম সন্ধ্যায় ঘর ঝাড়– দিতে গিয়ে মেঝেতে পড়ে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান নিজের ঘরের বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।