শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর কালিরখামার গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সুমন মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে। সুমন ওই গ্রামের আশেক আলীর ছেলে।
জানা গেছে, গত সোমবার রাতে কালবৈশাখী ঝড়ের কারণে সুমনদের বাড়ির বিদ্যুৎ লাইনের সাথে শয়ন ঘরের টিনের ঘর্ষণের সৃষ্টি হয়। এতে করে টিনের চালে বিদ্যুতের সংযোগ ঘটে। বিষয়টি অজানা শর্তে সুমন ঘরের টিনের চাল মেরামত করার জন্য টিন স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বিদ্যুৎস্পৃষ্টে সুমনের মৃত্যু হয়েছে। থানার সাবইন্সপেক্টর এসআই রাফায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় ইউটি মামলা হয়েছে।