রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। শহিদুল একই গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ওই যুবক তার মামা শ্বশুরের বাসায় সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনের কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। আশ-পাশে থাকা লোকজন উদ্ধার করে অটোভ্যান যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।