বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দররগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মিঠু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মিঠু মিয়া ওই গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মিঠু মিয়া তার বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে উঠে ডিস ক্যাবলের লাইন সংযোগ দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।