শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কালিরখামার গ্রামের আফজল হোসেন (৩০) বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে। আফজল ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। জানা গেছে, বৃষ্টি বাদলের কারনে বাড়িতে নেয়া বিদ্যুৎ সংযোগের তার ছিঁেড় মাটিতে পড়ে যায়। সহপাটিদের নিয়ে খেলতে যাওয়ার সময় তারে জড়িয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩ জন শিশু আহত হয়েছে। কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোর আলম সরকার জানান, খেলতে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।