সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপি ও জামাতের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত হতে গতকাল দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রামভদ্র কদমতলা গ্রামের বিএনপি নেতা রেজাউল ইসলাম লিটন ওরফে ডিস লিটন, মনমথ গ্রামের জামাত নেতা জসিম উদ্দন ডলার, কে কৈ কাশদহ গ্রামের জামাত কর্মী সাদিকুল ইসলাম ও সর্বানন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি খানাবাড়ি গ্রামের ইলিয়াস মিয়া।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিলন চ্যাটাজি জানান, আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। গতকাল রোববার তাদেরকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।