সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বাঁশ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মহুবর রহমান (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার তারাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্য তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহুবর রহমান ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানায়, মহুবর রহমান সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি সংলগ্ন বাঁশ বাগানে বাঁশ কাটতে যান। বাঁশ কাটার সময় একটি বাঁশ বিদ্যুতের তারের সংস্পর্শে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এসময় স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন বাঁশ কাটার সময় মহুবর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।