সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বাঁধ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার তারাপুর ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজের উদ্বোধন করেন এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এ উপলক্ষে বাঁধ সংলগ্ন স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান, থানার ওসি এসএম আব্দুস সোবহান, আনছার আলী সরদার, ঠিকাদার আব্দুর রশিদ সরকার প্রমূখ। সভাপতিত্ব করেন তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু।
উল্লেখ্য উপজেলার ব্রহ্মপুত্র ডানতীর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের বিআরই কি: মি: ২৭.২০ এ তারাপুর ক্রসবার -২ এর কি:মি: ০.১৭০ হতে ০.২৫০ পর্যন্ত ১৮০ মিটার দৈর্ঘ্য বাঁধ পুণরাকৃতিকরণ করা হবে।