বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামে বজ্রপাতে কবিতা রাণী নামে এক গৃহবধু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ নারী।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার দুপুরে বলরাম গ্রামের রবিন্দ্রনাথ বর্মনের স্ত্রী কবিতা রাণীসহ ৬ নারী একসঙ্গে বাড়ির পাশে বোরো ক্ষেত নিড়ানির সময় আকষ্মিকভাবে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই কবিতা রাণী (২৮) মারা যান। এ ঘটনায় আহত অন্যান্যরা হলেন একই গ্রামের আকালু চন্দ্র বর্মনের স্ত্রী বিষুবালা (৫০), পরেশ চন্দ্র বর্মনের স্ত্রী ভারতী রাণী (৫০), গোপাল চন্দ্র বর্মনের স্ত্রী শোভা রাণী (৫৫), মৃত ফয়জার রহমানের স্ত্রী মালেকা বেগম (৪৫) ও ইয়াসিন আলীর স্ত্রী মমতা বেগম (৪০)। আহতদের মধ্যে বিষুবালা ও মালেকা বেগমের অবস্থা আশষ্কাজনক বলে জানা গেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।