শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব রটানোর অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।
গতকাল ভোর রাতে রংপুর মেট্রোপলিটন (ডিবি) পুলিশের অতিরিক্ত এসপি উত্তম পাঠকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকষ দল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (কাঠগড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মনমথ গ্রামের আক্তারুজ্জামানের ছেলে অনিক, অংকন, বদিউজ্জামানের ছেলে তামিম এবং আঃ মান্নানের ছেলে আশিক । এরা সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব রটিয়ে সাধারন মানুষের মাঝে আতংক সৃষ্টির চেষ্টা চালায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন ।