মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন ও ঈদে-মিলাদুন্নবী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিঠু, গণেশ চন্দ্র শীল প্রমুখ।