বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২৮ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের দিনমজু দুলা মিয়ার কন্যা ফরিদা বেগমের ৭ বছর পূর্বে দক্ষিন শ্রীপুর কেল্লাবাড়ী গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মঞ্জিল হোসেনের সহিত ৬০ হাজার টাকা মোহর আনা ধায্য করে রেজিঃ কৃত ভাবে বিবাহ সম্পর্ন হয়। ঘর সংসার চলা কালীন সময়ে তার একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি সময়ে রুজি রোজগারের জন্য মঞ্জিল হোসেন রাজ মিস্ত্রী কাজ করার জন্য ঢাকায় যায়। একপর্যায়ে গত ১৭/১০/২০ইং তারিখে মঞ্জিলের মাতা মরিচ মতি বেওয়া, দুলাভাই জহুরুল ইসলাম, ফুফু বালিকা বেগম কাপড় কেনা-কাটার কথা বলে সু-কৌশলে ফরিদা বেগমকে গাইবান্ধায় কাজি অফিসে নিয়ে গিয়ে জোর জবর দস্থি করে ডিভোজ পেপারে সহি করে নেয়। পরে ফরিদাকে একটি শাড়ী কাপর ও নগত ৫০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে তার বাবার বাড়ীতে পঠিয়ে দেয়। সে বাবার বাড়ীতে এসে ডিভোসের বিষয়টি বাবা, মাকে জানালে ঘটনাটি প্রকাশ পায়। তবে ফরিদার পরিবার সূত্রে জানা গেছে ফরিদা কিছুটা বুদ্ধি প্রতিবন্ধি। এব্যাপারে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের নিকট জানতে চাওয়া হলে তিনি ঘটনা সম্পর্কে কিছু জানে না। এ বিষয়ে ফরিদার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তবে ফরিদার পরিবার সূত্রে জানা গেছে ফরিদা কিছুটা বুদ্ধি প্রতিবন্ধি।